১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের খেলা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার মাধ্যমে বিদায় ঘণ্টা বাজবে আজ। সমর্থকদের উত্তেজনা যে সংঘর্ষে রূপ নিতে না পারে সে জন্য ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই। এ অবস্থায় খেলা পরবর্তী সমর্থকরা যেন কোনো ধরনের সংঘাতে না জড়াতে পারে সে জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অতিরিক্ত ১৪টি টিম কাজ করবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জয়নাল আবেদীন জানান, যেহেতু ফাইনালে ব্রাজিল নেই, তাই এখন আর্জেন্টিনার সমর্থক বেশি। ফাইনাল খেলাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সমর্থকরা। খেলার আগে ও পরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে জেলা শহরে ৭টিসহ মোট ১৪টি পুলিশের অতিরিক্ত দল মাঠে কাজ করবে। পাশাপাশি নিয়মিত টহল দল দায়িত্ব পালন করবে।

গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।

সর্বশেষ