৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় এক ডিলারকে ১৫দিনের সাজা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপায় খাদ্য বান্ধব কর্মসূচিতে উপকারভোগীদের চাল পরিমাপে কম দেওয়ায় মো. এনামুল খান নামের এক ডিলারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম সরেজমিনে এ দ- প্রদান করেন।
জানা গেছে, গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. এনামুল খান (৩২)। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সুবিধাভোগীদের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযোগের সত্যতা প্রমাণের জন্য ইউএনও ঘটনাস্থলে সুবিধাভোগীরদের চাল ওজন করে পরীক্ষা করেন। প্রত্যেককেই ৩-৪ কেজি করে কম দেওয়া হয়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৫ ধারায় পরিমাপের মধ্যে চতুরতার আশ্রয় নেওয়ায় ডিলারকে ১৫ দিনের বিনাশ্রম করাদ- প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পেলে ডিলারের লাইসেন্স বাতিল করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

সর্বশেষ