৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গলাচিপায় কৃষি প্রণোদনার সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী ) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থবছরের রবি ২০২১-২২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা , শীতকালীন মুগ ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৬নম্বেবর) বেলা ১১টায় উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে ওইসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু (এমপি)। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মজিবর রহমান , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরজু আকতার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আকতার বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৫ হাজার ৬ শত ২০জন কৃষককে জনপ্রতি ১কেজি সরিষা বীজ,৮ কেজি খেয়ারী বীজ ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।

সর্বশেষ