২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে খালে ডুবে শিশুর সলিল সমাধি ! ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত

গলাচিপায় লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালতের জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ২ জুলাই ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
মহামারি করোনার প্রকোপরোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ২য় দিনেও পটুয়াখালীর গলাচিপায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল টিম দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সর্বত্রই ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে। অবাধ চলাচলরোধে ও দোকানপাট খোলা রাখা এবং সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে আজ শুক্রবার লগডাউনের ২য় দিন সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ জনকে ৮ হাজার ৮০০ টাকা অর্থদ- করেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার পৌরসভাসহ উপজেলার গোলখালী ও আমখোলা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এ সময় তিনি সাত ক্ষুদ্র ব্যবসায়ী ও এক পথচারিকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এদিকে, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে চার ক্ষুদ্র ব্যবসায়ী ও তিন পথচারিকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার জানান, সর্বাত্মক লকডাউনের ২য় দিনে সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম ও অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ারসহ একযোগে মাঠে নেমেছি এবং সেনাবাহিনী ও আনসার সদস্যদের টহল অব্যাহত রয়েছে। এসময় অকারণে রাস্তাঘাটে নামার কারণে পথচারী ও দোকানিকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। দোকাটপাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি পূর্ব মাছ বাজারকে হাফেজ পুলের উপর ও সবজি বাজার কে কৃষি ব্যাংক রোডে রাস্তার উপর উন্মুক্ত স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ