৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলখালী ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আকলিমা বেগম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ৩০ মার্চ ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজ সেবিকা মোসা. আকলিমা বেগম এলাকাবাসীর সহযোগিতায় সূর্যমুখী ফুল মার্কায় ভোট ও সমর্থন চেয়েছেন। তিনি জনগণের পছন্দের প্রার্থী বলে জানা গেছে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। স্থানীয় এলাকাবাসী জানান, মোসা. আকলিমা বেগম এলাকাবাসীর একজন সমাজ সেবক ও এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। রাস্তা ঘাট থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই দেখা যায়। স্থানীয়রা আরো বলেন, জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। আমাদের সকল বিপদে আপদে মোসা. আকলিমা বেগম এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন গোলখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবিকা মোসা. আকলিমা বেগম কে সংরক্ষিত আসনে মহিলা মেম্বার হিসেবে দেখতে চাই। মেম্বার পদপ্রার্থী মোসা. আকলিমা বেগম বলেন, আমাকে যদি জনগণ আবারও সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ কাজ শুরু করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডকে একটি রোল মডেল হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।

০১৭২৪১৪০৩৩৭

সর্বশেষ