২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে খালে ডুবে শিশুর সলিল সমাধি ! ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের পছন্দের প্রার্থী জসিম উদ্দিন পৈত্তিক সম্পত্তি বেদখল হওয়ায় নিঃশ্ব হয়ে গেলেন নিরঞ্জন মিত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গলাচিপায় পঞ্চবটি আশ্রমে ৭দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত তৃষ্ণার্ত মানুষদের বিশুদ্ধ পানি খাওয়ালো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর ।। পাথরঘাটায় মৎস্য বিভাগের অভিযানে ‘মারধর’, নদীতে ঝাঁপ দিয়ে এক জেলে নিখোঁজ এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন রাঙাবালী তে সালাতুল ইসতিস্কার নামাজ ও দোয়া মোনাজাত

চরফ্যাশনে স্লুইজ গেইট সমূহের কার্যকারিতায় জলবায়ু ফোরামের সংলাপ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম লোকমান হোসেন, নিজস্ব প্রতিবেদক :

ভোলার চরফ্যাশনে উপজেলা জলবায়ু ফোরাম ও কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে পানি প্রবাহ নিশ্চিত করতে স্লুইজ সমূহের যথাযথ কার্যকারিতা নিয়ে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় স্বাস্হ্য বিধি ও শাররিক দূরত্ব বজায় রেখে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহি প্রকৌশলীর কার্যালয়ে সংলাপ অনুস্ঠিত হয়।
স্হানীয় নাগরিক সমাজের পর্যবেক্ষনে স্লুইজ গেইট সমূহের যথাযথ সমস্যা চিহ্নিত করে সমাস্যা থেকে উত্তরণে আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) এর নির্বাহি প্রকৌশলী হাছান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা,আবু হাছনাইন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ আনিছুর রহমান। আয়োজিত সভার সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি, এম আবু সিদ্দিক।
ঘন্টাব্যাপী সংলাপ সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের ভোলা জেলার সহকারি পরিচালক রাশিদা বেগম।এছাড়াও সংলাপে অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মোঃ শাহ আলম ভূইয়া ও স্থানীয় ক্ষতিগ্রস্থ হাজারিগন্জের কৃষক মোঃ জসিম। আলোচনায় গুরুত্বপূর্ন মতামত ব্যক্ত করে।
নাগরিক পর্যবেক্ষনে উপজেলার ১২ স্লুইজের মধ্যে ৭টি স্লুইজের প্রাপ্ত সমস্যা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট কার্যকরি বিহীত ব্যাবস্হা নেয়ার জন্য সুপারিশসমূহ উপস্থাপন করেন সিএফটিএম প্রকপের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ। তার সাথে সার্বিক সহযোগিতা করেন সিএফটিএম প্রকল্পের একাউন্টন্স এন্ড এডমিন অফিসার মোঃ ইব্রাহীম।

সংলাপে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার স্লুইজ গেইট সমূহ নির্মাণ করেছে মানুষের উপকারের জন্য।মানুষের উপকার না হলে স্লুইজনির্মান করে কোন লাভ নেই। সরকার স্লুইজ নির্মাণ করে মূলত কৃষির সুবিধাঅসুবিধা চিন্তা করে। নির্মিত স্লুইজ গেইটগুলো কার্যকরী থাকা কৃষির জন্য জরুরি। তাই স্লুইজ গেইটগুলো কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আমি উর্ধ্বতনের কাছে এই বিষয়ে লিখবো। এছাড়া স্লুইজ গেইটগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পূনঃখালাশি নিয়োগে আইন সংশোধনের জন্য সুপারিশ করতে হবে

বিশেষ অতিথি নির্বাহি প্রকৌশলী- পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) হাছান মাহমুদ বলেন স্লইজ গেইটগুলো আমি পরিদর্শন করবো এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য আগামী অর্থবছরেরই জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবো। আর আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারগন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্লুইজের কপাট সংস্কার বা পূনঃস্থাপনের কাজ করছে। আমরা সমন্বিতভাবে স্লুইজ গেইটগুলো মনিটরিং ব্যবস্হা বৃদ্ধি করবো, যাতে এর সঠিক ব্যবহার নিশ্চিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা, আবু হাছনাইন বলেন, চরফ্যাশনের উৎপাদিত ফসল দেশের গন্ডি পেরিয়ে সবজি এখন বিদেশেও রপ্তানি হয়। কিন্তু বিগত কয়েকবছর যাবৎ স্লইজ গেইটগুলো অকার্যকর থাকায় বর্ষামৌসুমে লবনাক্ত পানি ঢুকে কৃষি ও বীজতলা প্লাবিত করে। ফলে কৃষক ও মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।যার ফলে দীর্ঘমেয়াদি প্রভাব চরফ্যাশন তথা দেশের কৃষি নির্ভর অর্থনীতির উপর বিরুপ প্রভাব পড়ছে।

স্থানীয় ক্ষতিগস্থ কৃষক মোঃ জসিম বলেন আমরা চরফ্যাশন হতে সবজি দেশ বিদেশে রপ্তানি করে থাকি।স্লুইজ অব্যবস্হাপনার কারনে স্থানীয় কৃষকগন বছরে কোটি কোটি টাকা ণোকসান গুনছে। বিগত ৪/৫ বছর যাবত স্লুইজ গেইট যথাসময় খোলা ও বন্ধ না করার কারনে বর্ষা মৌসুমে কষকের কৃষি ও মাৎস ঘেরে লবনাক্ত পানি ঢুকে তলিয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে কৃষি উৎপাদন ব্যাহত হয়। তাই আমরা ক্ষতিগ্রস্হরা দ্রুতমসয়ের মধ্যে স্লইজ গেইট গুলো সঠিকভাবে যথাসময়ে খোলা ও বন্ধ করার ব্যবস্থা গ্রহণে কতৃপক্ষের কাছে দাবী জানান।

সভার সভাপতি উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি, এম আবু সিদ্দিক বলেন আমাদের দাবীর সাথে একমত পোষন করায় সংশ্লিস্ট দপ্তরসমূহের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃষকের ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে সমন্বিত ভাবে আমাদের কাজ করতে হবে।যেহেতু আমাদের দেশের অর্থনীতি এখনও কৃষি নির্ভর। দেশের অর্থনীতি সচল রাখতে হলে কৃষক বাচাতে হবে।আমরা উপজেলা জলবায়ু ফোরাম যেকোনো সময় আপনাদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছি।আজকে সংলাপে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন ও কার্যকর করতে সার্বিক প্রত্যাশা কামনা করছি। এছাড়াও আমরা জলবায়ু ফোরাম চরফ্যাশনের স্লইজ গেইটসমূহ নিয়মিত পরিদর্শন অব্যাহত রাখবো।

এম লোকমান হোসেন
চরফ্যাশন, ভোলা

সর্বশেষ