২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কাঠালিয়ায় জমি বিরোধীদের জেরে কৃষক কে হত্যার চেষ্টার অভিযোগ ।। কুয়াকাটায় জেলের জালে ২৬ কেজির কোরাল বাউফলে পুলিশের সামনে আসামিকে মারধর করে পা ভেঙে দিলো বাদীপক্ষ ববির নারী কর্মকর্তাকে ধর্ষণ: পুলিশ কর্মকর্তার বিচার শুরু উজিরপুরের ৫ ইউনিয়নের শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। শনিবারও খোলা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খাল ও ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব : মেয়র খোকন সেরনিয়াবাত আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে কোপালো স্বামী গৌরনদীতে সিএইচসিপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ভোলায় ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

চাখারের প্রবীণ আওয়ামী লীগ নেতা মতিউর রহমান বালী আর নেই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিউর রহমান বালী (৭৮) আর নেই। ২৭ জুন সোমবার নিজ বাসায় এশার নামাজ আদায়ের জন্য অজু করার পর অসুস্থ হয়ে পড়ে রাত ১১টার সময় তিনি ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। চাখার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রায় সাড়ে তিন দশক সভাপতির দায়িত্ব পালন করা মুজিব অন্তঃপ্রাণ মো. মতিউর রহমান বালী ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মশিউর রহমান সনেট বালীর পিতা। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ২৮ জুন মঙ্গলবার বাদ আসর স্থানীয় বড় ভৈৎসর ঈদগাঁহ ও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে ১ নম্বর ওয়ার্ডে বড় চাউলাকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমান বালীর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক  ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার,সাধারণ সম্পাদক ওয়াহীদুজ্জামান মিলন,আওয়ামী লীগ নেতা সেলিম সরদার ও সৈয়দ হুমায়ুন কবির লুলু,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সহ-সভাপতি স্বপন মাঝি প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে তার মৃত্যুতে এক শোক বার্তায় সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ