২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবননগর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৭৭ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২শে আগস্ট) ভোর সাড়ে ৪টার সময় এসব মদ আটক করা হয়।

রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসানের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বেনীপুর বিওপি’র টহল দল রবিবার ভোরে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই গ্রামের একটি মেহগনি বাগানের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ১৭৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ