২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে অবৈধ ৩টি ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির সদর উপজেলায় তিন অবৈধ ইটভাটা বন্ধ করে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১০টা থেকে এক যোগে জেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয় বলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল জানান।

তিনি বলেন, লাইসেন্স না থাকায় উপজেলার আব্দুল করিম ব্রিকস, এ আর এস ইটভাটা ও এম এন বি ব্রিকস বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি আব্দুল করিম ব্রিকসকে এক লাখ টাকা, এ আর এস ইটভাটাকে ৫০ হাজার টাকা ও এম এন বি ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। হাইকোর্টের নির্দেশ রয়েছে সারা দেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার। তারই আলোকে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ