২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে বেশি দামে চিনি বিক্রি, দুই দোকান মালিককে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করেছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় এবং দোকানে থাকার পরেও ক্রেতার কাছে বিক্রি না করার অপরাধে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, বাজারগুলোতে চিনি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের ভিত্তিতে শহরের বড় বাজার, আড়ৎদারপট্টি, কুমারপট্টিসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে চিনি থাকা সত্ত্বেও ক্রেতার কাছে বিক্রি না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনেকে আবার কেনা বেচার ভাউচার দেখাতে পারেনি, তাদের সাবধান করে দেওয়া হয়। চিনির বাজার স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

সর্বশেষ