২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ১৩ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় বাজার মনিটরিংয়ের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন।

সোমবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও জেলা প্রশাসনের একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরে পণ্যের মূল্য বাড়িয়ে বিক্রির অভিযোগে ১১ প্রতিষ্ঠানকে ১৩ হাজার এবং নলছিটি উপজেলায় একটি ফলের দোকান ও জুয়েলারিতে মূল্য তালিকা না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, বাজার মনিটরিং প্রতিদিন চলবে। পণ্যের দাম কেউ বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ