১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠি সার্কেল অফিস আলোকিত করলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর সার্কেল অফিস আবারো আলোকিত করলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার। তিনি ঝালকাঠিতে যোগদান করে তৃণমূল পর্যায়ের মানুষকে পুলিশি সেবা পৌঁছে দিতে সরাসরি মাঠে নেমেছেন। তিনি ঝালকাঠিতে যোগদান করতি না করতেই বিট পুলিশিং সহ মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু পাচারসহ অপরাধ দমনে কঠোর ভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন।

গত ৯ ডিসেম্বর খুলনা থেকে ঝালকাঠি জেলা পুলিশে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ইতি পূর্বে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন বলে জানা গেছে। ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে মেধা, দক্ষতা ও যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করে একের পর এক পদোন্নতি পেয়ে আজ অতিরিক্ত পুলিশ সুপার পদে ভূষিত হন। তার দীর্ঘ চাকরি জীবনে দেশের যেসকল স্থানে কর্মরত ছিলেন সততা,নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।

এ নিষ্ঠাবান বিচক্ষণ পুলিশ কর্মকর্তার সাথে আলাপ কালে তিনি বলেন, ঝালকাঠির সুযোগ্য পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন স্যারের দিক নিদর্শনায় পুলিশ জনগণের সেবক এ লক্ষ্যে দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত করবো । আমার চেয়ারটি জনগনের কল্যাণের জন্য। আমি যতদিন এই চেয়ারটিতে আছি মানুষের সেবায় কাজ করে যাব। আমার অফিস ২৪ ঘন্টাই সাধারণ মানুষের সেবার জন্য। ঝালকাঠিবাসী আইনী ও পুলিশি সেবা দিয়ে জনতার পুলিশ হতে চাই।’

সর্বশেষ