২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

থাইল্যান্ডে নামমাত্র মূল্যে ইফতার করাচ্ছেন বরিশালের সন্তান তাওফিক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কামরুল আলম রানা, থাইল্যান্ড থেকে।

থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ার মুসলিম এলাকায় থাই ইন্ডিয়ান,পাকিস্তানী ও বাংলাদেশীদের কাছে জনপ্রিয় রেস্টুরেন্ট আশিক বিরিয়ানি হাউজ। দোকানের মালিক বাংলাদেশের তাওফিকুর রহমান। তার জন্ম বরিশালের বাকেরগঞ্জ হলেও, বাবার চাকুরির সুবাদে তার শৈশব কৈশোর কেটেছে বরিশাল শহরে। জীবিকার সন্ধানে তিনি ২৫ বছর আগে থাইল্যান্ডে আসেন। জীবনসঙ্গিনী হিসেবে বিবাহ করেছেন থাইল্যান্ডে। তাদের সুখের সংসারে আছে ২ মেয়ে ও এক ছেলে।

দেশের প্রতি ভালবাসা থেকে তিনি রেস্টুরেন্টের রং করেছেন লাল সবুজ। তার সন্তানরা থাই নাগরিক হলেও তাদের দিয়েছেন বাংলা ভাষার ও আরবি শিক্ষা।

তাওফিকুর রহমান এর রেস্টুরেন্টটি মুসলিম এলাকার দুইটি মসজিদের খুব কাছাকাছি হওয়ায় তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের খেদমতে নামমাত্র মূল্য ইফতারি বিক্রি করেন।

এ বিষয়ে আশিক বিরিয়ানি হাউজ এর মালিক তাওফিকুর রহমান জানান আল্লাহর ইচ্ছায় ১১ মাস তো ব্যবসা করি, একমাস না হয় আল্লাহর রাজী খুশীর জন্য রোজাদারদের খেদমত জন্য কম ব্যবসা করলাম।

তার এমন উদ্যোগে এলাকার মুসলমান ও রোজদারা অনেক খুশি। রোজার জন্য খাবারের দাম কমিয়ে দিলেও খাবারের মান ঠিকই আগের মত রেখেছেন।

সর্বশেষ