১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুমকিতে প্রতিপক্ষকে ফাঁসাতে গাড়ি ভাঙচুর, থানায় অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ–
পটুয়াখালীর দুমকিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রর্তিপক্ষকে ফাসাতে গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। ১১ তারিখ ঈদের দিন রাতে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে সিকদার বাড়িতে  এই ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, মুরাদিয়া ইউনিয়নে একই বাড়ির ও পাশের বাড়ির কয়েকজন যুবক বাড়ির উঠানে রাতে শর্ট পিচ ক্রিকেট খেলে এবং পিকনিকের আয়োজন করে খাওয়া দাওয়া শেষে যার যার বাসায় চলে যায়। সকালে ডাক চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখে গাড়ির গ্লাস ভাঙ্গা।পরে জহিরুল সিকদার দুমকি থানায় গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে স্থানীয় কয়েকজন যুবকের নামে অভিযোগ দেন।পূর্বে তাদের ভিতরে জায়গা জমি নিয়ে সালিশ চলমান, সালিশের সুবিধা পেতেই নিজের গাড়ির গ্লাস ভেঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বলে যুবকরা জানান।
স্থানীয় যুবক তাসিন সিকদার,বাচ্চু সিকদার সহ তারা বলেন, এটার কোন প্রমান নেই।আমরা শান্তিতে আছি বাড়ির সবাই একত্রে থাকি সেটা তারা চায়না।যাদের বিরুদ্ধে অভিযোগ দিছে আমরা সবাই বাড়ি থাকিনা,কেউ ঢাকা কেউ পটুয়াখালী থাকি। ঈদ উপলক্ষে সবাই এক সাথে হইছি।তারা নিজেরাই নিজের গাড়ি ভেংগে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের দোষ দিয়েছে।
গাড়ির মালিক জহিরুল সিকদার ও তার স্ত্রী জানান,গাড়ি ভাংগার শব্দ পেয়ে দরজার সামনে আমরা আসছি।এসে দেখি কয়েকজন মিলে গাড়ি ভাংগচুর করে।তাদের হাতে লাঠি সোঠা দেখে আমরা নামিনি।
মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান,তাদের মধ্যে যায়গা জমি বাড়ি ঘর ভাগ বাটোয়ারা নিয়ে পূর্ব শত্রুতা আছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান,পূর্ব শত্রুতা আছে তাদের মধ্যে, আমরা তদন্ত করে পড়ে ব্যবস্থা নেবো।

সর্বশেষ