৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের শাড়ি, লুঙ্গী, অর্থ ও খাবার দিলো ৯৫ ব্যাচ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর শহরের মিঠাপুকুর সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের জন্য শাড়ি লুঙ্গি ও তিন বেলা খাবার বিতরন করলেন এসএসসি ৯৫ ব্যাচের মানবিক শিক্ষার্থীরা।
শনিবার (৬ মে) দুপুরে টাউন স্কুল প্রাঙ্গনে এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অগ্নিকান্ডে নিঃস্ব অসহায় ক্ষতিগ্রস্থ ২৫টি পরিবারের ১০০ জন সদস্যকে শাড়ি ও লুঙ্গি এবং তিন বেলা উন্নত মানের খাবার প্যাকেট ও অর্থ সহায়তা বিতরন করা হয়। অগ্নিকান্ডে নিঃস্ব সর্বশান্ত অসহায় মানুষের দুঃখ, কস্ট লাঘবে শাড়ি, লুঙ্গী, খাবার ও অর্থ সহায়তা বিতরনে এগিয়ে আসা উদ্যোক্তা মানবিক সংগঠন এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের এ মহতী উদ্যোগের ফ্রন্ট লাইনের মধ্যে বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৫ ব্যাচের অন্যতম সদস্য পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, মোঃ মিজানুর রহমান, কাউন্সিলর নিজামুল হক, ইঞ্জিঃ এ্যাড. জামাল হোসেন, আতিকুর রহমান রণিক, এডঃ ফেরদৌস আরা, জাকির হোসেন, বিদ্যুৎ, শামিম হোসেন, রণিকের সহধর্মীনি নাতাশা রহমান প্রমুখ। এ মহৎ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য গঠিত সহায়তা কমিটির আহবায়ক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসাইন, সদস্য এড. রাধা কিশোর সদাই, অভিলাষ, এড. লিটন বণিক,সুব্রত সুকুল, সুরুজিৎ দাস ও শহিদুল ইসলাম।

সর্বশেষ