৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে কর্মহীন ঘাট শ্রমিকদের লুঙ্গি দিলেন মেয়র

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী লঞ্চঘাটের কর্মহীন শ্রমিকদের মাঝে পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ এর পক্ষ থেকে লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে পটুয়াখালী পৌর ভবনে অর্ধশত ঘাট শ্রমিকদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে এই লুঙ্গি বিতরণ করা হয়।
পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘লকডাউনের কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় পটুয়াখালী লঞ্চ ঘাটের অর্ধশত শ্রমিকরা কর্মহীন হয়ে পরেছেন। তাদের জন্য বিভিন্ন সময় খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। তবে আজ তাদেরকে ব্যক্তিগত উদ্যোগে লুঙ্গি বিতরণ করেছি।’
লুঙ্গি বিতরণ কালে পৌর কাউন্সিলর কাজল বরন দাস,এস এম ফারুক সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী লঞ্চঘাট থেকে ঢাকা পটুয়াখালী নৌ রুটে একাধিক ডাবল ডেকার যাত্রী বাহি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চে বিভিন্ন ধরনের পন্য পরিবহন করা হয়। তবে করোনার কারনে লঞ্চ চলাচল বন্ধ থাকায় পন্য পরিবহনও বন্ধ আছে। এ কারনে ঘাট শ্রমিকরা এখন অর্থ কষ্টে দিনযাপন করেছেন।

সর্বশেষ