৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে বুক থেকে কোমর পর্যন্ত জোড়া লাগা যমজ শিশুর জন্ম, নেই মলদ্বার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। শিশু দুটির বুক থেকে কোমর পর্যন্ত জোড়া লাগানো। কিন্তু মলদ্বার নেই।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে এ যমজ শিশুর জন্ম হয়।

বর্তমানে হাসপাতালের নবজাতক শিশুদের বিশেষ কেয়ার ইউনিটে (স্কানো) ভর্তি রয়েছে এ যমজ।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিশু দুটির বুক থেকে পায়খানার রাস্তা পর্যন্ত দুটি দেহ জোড়া লাগানো। কিন্তু তাদের পায়খানার রাস্তা নেই। হাত এবং পা আলাদা আছে।’

তিনি আরও জানান, এখন তারা সুস্থ আছে। তবে শরীরের অন্যন্য অর্গানগুলো আলাদা আছে কি-না তা আগে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য স্বজনদের পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ