২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কাঠালিয়ায় জমি বিরোধীদের জেরে কৃষক কে হত্যার চেষ্টার অভিযোগ ।। কুয়াকাটায় জেলের জালে ২৬ কেজির কোরাল বাউফলে পুলিশের সামনে আসামিকে মারধর করে পা ভেঙে দিলো বাদীপক্ষ ববির নারী কর্মকর্তাকে ধর্ষণ: পুলিশ কর্মকর্তার বিচার শুরু উজিরপুরের ৫ ইউনিয়নের শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। শনিবারও খোলা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খাল ও ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব : মেয়র খোকন সেরনিয়াবাত আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে কোপালো স্বামী গৌরনদীতে সিএইচসিপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ভোলায় ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

দুমকিতে জমিজমার বিরোধে বাড়ীঘরে হামলা ভাংচুর

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শ্রীরামপুর ইউনিয়নে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আরিফুর জামানের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করায় দুমকি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও ভুকভোগী সূত্রে জানাযায় ১৭ আগষ্ট সন্ধ্যায় দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডেন্থ উপজেলা কমপ্লেক্স এর পশ্চিম পার্শ্বে মোঃ আরিফুর জামান পিতা-খলিলুর রহমান মৃধার ভোগদখলীয় বসত বাড়িতে হামলা চালায় মোসাঃ মাহমুদা বেগম স্বামী- মৃত রেজাউল করিম, মোঃ গোলাম আহদ পিতা- মৃত রেজাউল করিম সাং-শ্রীরামপুর, আলমগীর মাঝী পিতা- মৃত হাসেম হাওলাদর, আনসার গাজী পিতা-অজ্ঞাত, জাহাঙ্গীর হাওলাদার পিতা-অজ্ঞাত উভয়ে সাং-গাবুয়া, সেলিম মল্লিক পিতা-অজ্ঞাত সাং আউলিয়াপুর সহ আরও অজ্ঞাতনামা আরও ১০/১৫ জন দা ও লাঠি,সোঠা, লোহার রড ও রানদা দেশীয় অ¯্রশস্ত্র নিয়া আরিফের বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া ভাংচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধান করে। হামলাকারীরা শুধু ঘরবাড়ী ভাংচুর করিয়াই ক্ষান্ত হননি তারা ভুক্তভোগী আরিফের স্ত্রীর পরনের কাপর টানাহেজরা করে শ্লীলতা হানী ও মারধর করে গলার স্বর্নের চেইন নিয়া যায়। এছাড়াও ঘরের মধ্যে থাকা আসবাপত্র ও ভাংচুর করেণ । হামলার সময় আশের পাশের লোকজন চলে আসলে প্রাননাশের হুমকি দিয়া জলে যায়। এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম বলেন এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েঠি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ