৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পবিপ্রবিতে দশ তলা বিশিষ্ট শেখ হাসিনা ও শেখ রাসেল আবাসিক হলের ভিত্তিপ্রস্থর স্থাপন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় দশ তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী (আবাসিক) হল এবং দশ তলা বিশিষ্ট শেখ রাসেল ছাত্র হলের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মোঃ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জি. মোঃ ইউনুছ শরীফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজকুরুনী, ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার মোঃ আমির হোসেন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভানেত্রী রেজওয়ানা হিমেল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দশতলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী (আবাসিক) হলটিতে ৬ শ’ সিট, ১৫০ টি রুম, দুটি সিড়ি, জেনারেটর ১টি, ১২ জন ধারন ক্ষমতা সম্পন্ন ২টি লিফট সুবিধা রয়েছে। দশতলা বিশিষ্ট শেখ রাসেল ছাত্র (আবাসিক) হলটিতেও ৬ শ’ সিট, ১৫০ টি রুম, দুটি সিড়ি, জেনারেটর ১টি, ১২ জন ধারন ক্ষমতা সম্পন্ন ২টি লিফট সুবিধা রয়েছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন (জেভি) যৌথভাবে নির্মাণ কাজটি করছে।

প্রকৌশল বিভাগ সূত্র জানায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গত ০৩/০৯/২০১৯ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় চারশত একান্ন কোটি সাতচল্লিশ লক্ষ বার হাজার টাকা।

সর্বশেষ