২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কাঠালিয়ায় জমি বিরোধীদের জেরে কৃষক কে হত্যার চেষ্টার অভিযোগ ।। কুয়াকাটায় জেলের জালে ২৬ কেজির কোরাল বাউফলে পুলিশের সামনে আসামিকে মারধর করে পা ভেঙে দিলো বাদীপক্ষ ববির নারী কর্মকর্তাকে ধর্ষণ: পুলিশ কর্মকর্তার বিচার শুরু উজিরপুরের ৫ ইউনিয়নের শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। শনিবারও খোলা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খাল ও ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব : মেয়র খোকন সেরনিয়াবাত আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে কোপালো স্বামী গৌরনদীতে সিএইচসিপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ভোলায় ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

পিরোজপুরে ভেসে গেছে ২ হাজার মাছের ঘের

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি :: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি উচ্চতার পানিতে এসব মাছের ঘের ছাড়াও আউশ ধান, বীজতলা, সবজি ক্ষেতের বিপুল ক্ষতি হয়েছে। এছাড়া জেলার দক্ষিণ ও নিম্নাঞ্চলে বেড়িবাঁধ ও নদীর চারটি স্থানে প্রায় সাত কিলোমিটার ভেঙে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে জেলার ৫৯৬ হেক্টরের ২১৫৭টি মাছের ঘের তলিয়ে গেছে। এতে পাঁচ কোটি ৬০ লাখ টাকার মাছ ভেসে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহাবুবে মওলা মো. মেহেদী হাসান জানান, বিভিন্ন বাঁধের চারটি পয়েন্টে ভেঙে জোয়ারের পানি ভেতরে প্রবেশ করায় ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে গেছে।

“হুলারহাট-ইন্দুরকানী বাঁধের ৩ বিলোমিটার, মঠবাড়িয়ায় বিভিন্ন নদ-নদীর প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং অন্যান্য স্থানে ৭৮০ মিটার ভাঙন হয়েছে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান, ১৬৭ হেক্টর আউশ বীজতলা, ৭৩১৮ হেক্টর আঊশ আবাদ, ১৩৩৫ হেক্টর বিভিন্ন জাতের সবজি, ১৪১ হেক্টর পান, ১৬৫ হেক্টর কলা, ৮ হেক্টর পেঁপে, ১৮ হেক্টর মরিচ, ১৫ হেক্টর হলুদ, ৫ হেক্টর আদা, ১ হেক্টর তিল, ১৬৬ হেক্টর পাট এবং ৫ হেক্টর ভুট্টা ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার পানিবন্দি মানুষদের মাঝে খিচুড়িসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার পরিবেশন করা হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ খাবার বিতরণ করেন।

সর্বশেষ