২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর স্বপ্নের অাশ্রায়ন প্রকল্পে মাদক, জুয়া ও বাল্য বিবাহ থাকবে না…..বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর স্বপ্নের অাশ্রায়ন প্রকল্পে মাদক, জুয়া ও বাল্য বিবাহমুক্ত রাখতে হবে। মনে রাখতে হবে এখানে যারা বসবাস করে তারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘরে বসবাস করে। তাদের সুখ দুঃখের ভাগ অামাদের সবার নিতে হবে। ছেলে মেয়েদের পড়াশুনায় অাগ্রহী করে তুলতে হবে। বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা মুশুরিয়া গোয়ালদী অাশ্রায়ন প্রকল্প পরিদর্শন কালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার এসব কথা বলেন।তিনি অাশ্রায়ন প্রকল্পে একটি মসজিদ নির্মান, টিউবওয়েল ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করনে সহযোগীতার অাশ্বাস দিয়ে সকলকে সরকারি নির্দেশনা মেনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে নিজ নিজ যায়গায় থেকে দায়িত্ব পালনে তাগিদ দেন। রবিবার দুপুরে অায়োজিত অালোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অামীনুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, ভাইস চেয়ারম্যান ইকবাল অাহম্মেদ অাজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, উপজেলা প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল অাবেদিন, প্রমুখ।
এর অাগে বাবুগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

সর্বশেষ