৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরগুনায় স্ত্রীকে রাস্তায় ফেলে রেখে পালালো স্বামী!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি :: বরগুনায় এক নারীকে (২৯) রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর স্বামীর নাম সালাম। তিনি বরগুনা সদর উপজেলার বাসিন্দা বলে জানান ওই নারী।

রোববার (৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী তার স্বামীর সন্ধানে শহরের রাস্তায় রাস্তায় ঘুরছেন। তার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোল ডাকাতবাড়ি এলাকায়।

ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। পাঁচ বছর আগে সালামের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় সালাম ঢাকায় রাজমিস্ত্রির কাজ করলেও বর্তমানে নাইট গার্ডের কাজ করেন। সালাম বরগুনায় এসে ঢাকা থেকে তাকে আসতে বলেন। পরে শনিবার (৪ মার্চ) লঞ্চে করে বরগুনায় আসেন ওই নারী। ঘাট থেকে সালামের সঙ্গে সালামের এক আত্মীয়ের বাসায় ওঠেন তারা। তবে বরগুনায় প্রথমবার আসায় ওই আত্মীয়ের নাম -ঠিকানা কিছুই বলতে পারছেন না তিনি। রোববার দুপুরের দিকে ওই নারীকে নিয়ে বরগুনা শহরে আসেন সালাম। এসময় মোবাইলের ব্যাটারি কেনার কথা বলে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নাকফুল নিয়ে উধাও হন তিনি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা গেলেও এখন তা বন্ধ রয়েছে বলে জানান ওই নারী। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীরা জানতে পেরে বরগুনার হেউলিবুনিয়া এলাকার জনৈক জসিম উদ্দিনের বাড়িতে আশ্রয় দেন ওই নারীকে।

এ বিষয়ে জসিম উদ্দিন বলেন, ‘তিনি স্বামীর নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। মানবিক কারণে এবং স্থানীয়দের কথায় তাকে আমার ঘরে আশ্রয় দিয়েছি। তবে সোমবার (৬ মার্চ) সকালে তিনি আবার স্বামীর খোঁজ পেতে বরগুনা শহরে আসেন। এখনো তার স্বামীর কোনো খোঁজ মেলেনি। যদি স্বামী তার কাছে ফিরে না আসেন তাহলে তিনি আবার ঢাকায় চলে যাবেন বলে জানিয়েছেন।’

এ বিষয়ে অভিযুক্ত সালামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ