১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ইলিশ রক্ষা অভিযান, ৩০৪ জনের কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় বরিশাল বিভাগে মৎস্য অধিদপ্তরের গত ৮ দিনের অভিযানে ৩০৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

এই সময়ে ৩১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে তারা। যার বাজার মূল্য প্রায় সোয়া ৬ কোটি টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

শনিবার দুপুরে মৎস্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন জানান, গত ৮ দিনে মা ইলিশ রক্ষায় বিভিন্ন নদীতে ৩৪১ টি ভ্রাম্যমান আদালত এবং ১ হাজার ১২৬ টি সাধারণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩১ লাখ মিটার অবৈধ জাল এবং ২ হাজার ৪৯১ কেজি ইলিশ জব্দ করা হয়। ৩৬০ টি মামলায় জরিমানা আদায় করা হয় ৩ লাখ ৯৩ হাজার টাকা। একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৩০৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের প্রজনন নিরাপদ করতে সরকার ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সকল নদ-নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনে নিষিদ্ধ।

সর্বশেষ