৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বরিশালে কৃষি আবহাওয়া প্রকল্পের কর্মশালা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
বরিশালে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুন) নগরীর সাগরদী ধান গবেষনা রোডের ব্রি’ হলরুমে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।

প্রকল্প পরিচালক ড. মো. শাহ কামাল খানের সভাপতিত্বে এবং পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন বিভাগ বরিশালের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ, ঝালকাঠির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম ও অতিরিক্ত উপ-পরিচালক মো. অলিউল আলম প্রমুখ।

কর্মশালায় আবহাওয়া অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ৯০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সর্বশেষ