৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ‘চিরন্তন মুজিব’ ভাস্কর্য নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘চিরন্তন মুজিব’ নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। বুধবার মহান বিজয় দিবসে সাড়ে ৯টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে ‘চিরন্তন মুজিব’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিত্তি উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জাতির জনকের ভাস্কর্য নির্মাণ বরিশালসহ সারা দেশের জন্য গর্বের বিষয়। এর মধ্য দিয়ে জাতির পিতার চেতনা বাস্তবায়ন হবে এবং সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ।

সর্বশেষ