২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে ১৪ বছর পর গ্রেপ্তার হয়েছে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনায়েত রাঢ়ী। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ মার্চ) রাতে ঢাকার গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে র‍্যাব-৩ এর সহযোগিতায় বরিশালের উজিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এনায়েত রাঢ়ী উজিরপুর থানাধীন হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের মো. শাহজাহান রাঢ়ীর ছেলে।

থানা পুলিশের তথ্য অনুযায়ী, উজিরপুর থানায় ২০০৯ সালে সাতলা গ্রামের এক নারী এনায়েত রাঢ়ীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। ২০১০ সালে বরিশালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে এনায়েত রাঢ়ী আত্মগোপনে চলে যায়। টানা ১৪ বছরের মাথায় সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লো।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, এএসআই আল মামুন ফোর্সসহ ২৭ মার্চ রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে এনায়েতকে গ্রেপ্তার করে। আর অভিযানে র‍্যাব-৩ এর সদস্যরা সহযোগিতা করে। বরিশালে আনার পর আসামিকে বৃহস্পতিবার (২৮ মার্চ) আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ