৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যানকে শপথ করালেন জেলা প্রশাসক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন শপথ বাক্য গ্রহণ করেছেন।

রবিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

একই সাথে জেলার নবনির্বাচিত ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগন শপথ বাক্য পাঠ করেন। আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বর্তমান পাঁচ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় পুণঃরায় নির্বাচিত হয়েছিলেন।

শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগে সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়ন, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, চরমোনাই, চড়কাউয়া, চাঁদপুরা, চন্দ্রমোহন, বানরীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন।

শপথ গ্রহন অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল চেয়ারম্যানদেরকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

সর্বশেষ