১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহির নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শহরের বিসিক এলাকা থেকে মেহেদি হাসান ওরফে ন্যাড়া, রাব্বি খান এবং মিলন হাওলাদারকে প্রথমের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে শহরের নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা মনির হোসেনকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশ এই মামলায় মনিরের বোন রসুলপুরের মাদক আরেক মাদক ব্যবসায়ী কমলাকে আসামি করেছে।

ডিবি পুলিশ সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে তাদের কর্মকর্তা মহিউদ্দিন মাহির নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শহরের বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মেহেদি হাসান ওরফে ন্যাড়া, রাব্বি খান এবং মিলন হাওলাদারকে গ্রেপ্তার করতে সক্ষম হন এবং তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করেন। মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এমন জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে শহরের নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে ওই রাতেই মনিরকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন মাহি জানান, মনির তার বোন কমলার মাদক বিক্রি করে থাকে। মেহেদি হাসান ওরফে ন্যাড়া, রাব্বি খান এবং মিলন হাওলাদারের কাছে একই ভাবে মাদক বিক্রি করে। এই বিষয়টি নিশ্চিত হয়ে মনিরকে গ্রেপ্তার করা হলেও তার বোন পালিয়ে গেছে।

এই ঘটনায় কমলাসহ গ্রেপ্তার চারজনকে অভিযুক্ত করে একটি মামলা করা হয়েছে।’

সর্বশেষ