৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
উজিরপুরে ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার দেবর-ভাবীর মাদক ব্যবসাঃ আট কেজি গাঁজা সহ ধরলো পুলিশ চিরনিদ্রায় শায়িত একই পরিবারের চার সদস্য: শোকের মাতম উজিরপুরে ১০ বছরের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুয়াকাটায় ত্রান প্রতিমন্ত্রীর পক্ষে তৃষ্ণার্ত পথচারীদের পানি ও খাবার স্যালাইন বিতরণ গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আরো দুই ধাপ পেছালো বাংলাদেশ ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে শোকজ গৌরনদীতে নির্বাচনি সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩ কক্ষ পরিস্কার করতে বিলম্ব হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম ৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ মৌখিক পরীক্ষা শুরু ৮ মে

বাকেরগঞ্জে বটি নিয়ে পুলিশের মাথায় আসামির স্ত্রীর হামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক।।
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ, এসময় আসামির স্ত্রী এক পুলিশ কর্মকর্তার মাথায় বটি দিয়ে কুপিয়ে জখম করে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নে ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত বাকেরগঞ্জ থানার এএসআই কৃষ্ণ কান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ১৯ এপ্রিল রাতে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মামুন ওরফে হাতকাটা মামুনের নেতৃত্বে প্রতিপক্ষ হামলা চালিয়ে রনি মোল্লাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় দায়ের করা মামলার ১৪ নম্বর আসামি মনির হাওলাদারকে গ্রেপ্তার করতে সোমবার অভিযানে যায় শার্শী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তারিক হাসান রাসেলসহ পুলিশ সদস্যরা।

অভিযুক্ত মনির হাওলাদারকে আটক করতে গেলে তার স্ত্রী কুলসুম বটি দিয়ে অতর্কিত পুলিশের ওপর হামলা চালায়। এসময় তিনি এএসআই কৃষ্ণকান্ত মিত্রকে কুপিয়ে জখম করেন। এসময় আসামির সহযোগীরাও পুলিশের ওপর হামলা চালায়।

তবে পুলিশ হত্যা মামলার অভিযুক্ত আসামি মনির হাওলাদার ও পুলিশের ওপর হামলাকারী তার স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। অন্য হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, আসামি ছিনিয়ে নিতেই মূলত মনিরের স্ত্রী পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।

এই ঘটনায় হত্যা মামলার আসামি মনির হাওলাদারসহ তার স্ত্রী কুলসুম বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। কুলসুমকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ