৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে জোয়ারের পানিতে নিম্নাঞ্চল  প্লাবিত ফসল ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধিঃ

অতিবর্ষন ও অমাবস্যার জোয়ারের প্রভাবে সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর, দেহেরগতি, কেদারপুর,রহমতপুর,চাঁদপাশা, মাধবপাশা ইউনিয়নের   নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। সেই সাথে  ঘরবাড়ি, মাছের খামার, ছোট-বড় পুকুর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন চর ও  গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি কয়েক হাজার মানুষ ।
দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান  জানান, তার ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকাগুলোতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে এলাকার কয়েকশ একর সদ্য রোপা আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া পানি বসতঘরে ঢুকে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম  বলেন, অস্বাভাবিক জোয়ারের পানিতে চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে জনপ্রতিনিধিদেরকে এলাকাবাসীর পাশে থাকার জন্য বলা হয়েছে। আশ্রয় কেন্দ্রো গুলোতে আলোর ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ।

সর্বশেষ