২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কাঠালিয়ায় জমি বিরোধীদের জেরে কৃষক কে হত্যার চেষ্টার অভিযোগ ।। কুয়াকাটায় জেলের জালে ২৬ কেজির কোরাল বাউফলে পুলিশের সামনে আসামিকে মারধর করে পা ভেঙে দিলো বাদীপক্ষ ববির নারী কর্মকর্তাকে ধর্ষণ: পুলিশ কর্মকর্তার বিচার শুরু উজিরপুরের ৫ ইউনিয়নের শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। শনিবারও খোলা থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খাল ও ড্রেন পরিষ্কার না করায় মশার উপদ্রব : মেয়র খোকন সেরনিয়াবাত আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে কোপালো স্বামী গৌরনদীতে সিএইচসিপি’র বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ভোলায় ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

বিএসএমএমইউ এর করোনা সেন্টারে চিকিৎসাসেবা নিয়েছেন ১৩ হাজার ২ শত ২৫ জন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে করোনা সেন্টারে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ২ শত ২৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৬ হাজার ৭ শত ৯০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৭ শত ২৯ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ৬৫ জন। আইসিইউতে ভর্তি আছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন।

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৬ শত ৪৮ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এবং আজ ২০ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৩ শত ৪৪ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ শত ৬৪ জন। বর্তমানে ভর্তি আছেন ৪২ জন রোগী।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে গতকাল ১৯ সেপ্টম্বর ২০২১ইং তারিখ পর্যন্ত ১ লক্ষ ৯০ হাজার ১ শত ৩৪ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ১৮ হাজার ২ শত ৫৩ জন রোগী সেবা নিয়েছেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরিতে গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে ১ হাজার ৪ জনসহ সিনোফার্মের ভেরোসেলের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৯ হাজার ৩ শত ৭৫ জন। গত ৭ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে ২ জনসহ ফাইজারের ১০ হাজার ৬ শত ৩৬ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে ৩ জনসহ অ্যাস্ট্রাজেনেকার ৪৯ হাজার ৪ শত ৯১ জন এবং গত ২৯ আগস্ট ২০২১ইং তারিখ পর্যন্ত মোট ৩৫ হাজার ২ শত ৭৫ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন। গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২১ইং পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মসহ মোট ১ লক্ষ ১৪ হাজার ৭ শত ৭৭ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। গতকাল ১৫ সেপ্টেম্বর ২০২১ইং পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৮ শত ৭৬ জন। গত ৭ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ পর্যন্ত ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৮ হাজার ৩ শত ৭৯ জন। গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২১ইং পর্যন্ত মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ হাজার ১ শত ৭ জন এবং । গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২১ইং পর্যন্ত সিনোফার্মের ভেরোসেলের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ৬ শত ৪৬ জন। মোট ৯২ হাজার ৮ জনের দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে ।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত সম্মুখসারির মহান যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সাহস ও মনোবল বৃদ্ধির জন্য নিয়মিত ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশ নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। নিউজ: প্রশান্ত মজুমদার। ছবি: মোঃ আরিফ খান।

সর্বশেষ