৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলা পলিটেকনিকে আইডিইবি’র সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোঃ সজীব, উপজেলা প্রতিনিধি

ভোলার ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান ‘ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে’ সাধারণ সভার আয়োজন করে “ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ” (আইডিইবি)। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক-শিক্ষিকা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের লক্ষ্যে স্বতন্ত্রভাবে কাজ করে যাচ্ছে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সৎ ভাবে কর্মজীবনে পদার্পণ করার লক্ষ্যেও কাজ করে দক্ষ প্রকৌশলীদের প্রাণের সংগঠনটি।

আজ ৯ই নভেম্বর (বুধবার) ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মীর মঞ্জুর মোর্শেদ স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাধারণ সভাটি। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির ভোলা জেলা শাখার সভাপতি মোঃ ইউনুস মিয়া, ফিরোজ আলম, মোঃ মশিউর রহমান ও মাহফুজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় জেলা সভাপতি মোঃ ইউনুস মিয়া বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স দ্বারা গঠিত এ সংগঠনে নেতৃত্ব দিতে হবে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে দেশের ৮৫ ভাগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বারা গঠিত হয় সেখানে অবশ্যই তাদের মান তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও তবে সরকারকে বিতর্কিত করতে চাওয়া একশ্রেণীর কুচক্রী মহল কে প্রতিহত করতে হবে। এ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ সাধারণ সভায় বক্তৃতা রাখেন।

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মীর মঞ্জুর মোরশেদ স্যার বলেন, সৎ এবং দক্ষ নেতৃত্ব চাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এর অধিকার আদায়ের একমাত্র হাতিয়ার। ছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যেই নির্দেশনামূলক আলোচনা রাখেন।

সর্বশেষ