৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভান্ডারিয়ায় মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে পিটিয়ে হাত ভেঙে দিল সন্ত্রাসীরা।। আ’লীগ বনাম আ’লীগ ! আগ্রহ নেই ভোটারদের উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত ‘মুক্ত কন্ঠ, প্রতিবাদী কথা’ বলতে দেশে এখন আর কিছু নেই। নির্বাচন সুষ্ঠুর লক্ষ্যে ১৪ দিনের জন্য বৈধ অস্ত্র প্রদর্শন নিষেধ সারা দেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যু আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য আটক দেশে বেকার বেড়েছে ১ লাখ ২০ হাজার ‘আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেই সরকারের’ পাথরঘাটা কাকচিরায় বোনের অপকর্মের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম।।

মঠবাড়িয়ায় মাহফিল থেকে ফেরার পথে হত্যাঃ খুনিদের ফাঁসি দাবি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে মাহফিল থেকে ফেরার পথে আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামের এক প্রবাসিকে কুপিয়ে হত্যায় আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে গ্রামবাসি। ১২ মার্চ রোববার সকালে উপজেলার চালিতাবুনীয় সরকারি প্রাথমকি বিদ্যালয় সম্মূখ সড়কে সহস্রাধিক বিক্ষুব্দ গ্রামবাসি ও নিহত প্রবাসির শোকার্ত পরিবারের সদস্যরা কালোব্যাজ ধারন করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

এসময় গ্রেফতারকৃত পাঁচ আসামীর ফাঁসির দাবি জানিয়ে ইউনিয়ন আ.লীগ সভাপতি বজলুর রহমান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, শিক্ষক মোকছেদ আলী, মাদ্রাসা শিক্ষক সাইফুল্লা বিন জাকারিয়া, নিহতের ভাই নূরুল ইসলাম, ফকরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও নিহতের স্ত্রী সীমা আক্তার প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত আসামীদের দ্রুত বিচার করে ফাঁসির জানিয়ে বলেন, সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে তুচ্ছ ঘটনায় গভীর রাতে প্রবাসি আমিরুল নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারি পরিবারের আত্মীয় স্বজনরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকী দিয়ে আসছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দিনগত রাত দুইটার দিকে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামীণ সড়কে প্রবাসী আমিরুল হত্যার শিকার হন। পুলিশ ওই রাতে ঘটনাস্থল হতে নিহতর লাশ উদ্ধার। নিহত আমিরুল ইসলাম উপজেলার চালিতাবুনীয় গ্রামের মোকসেদ আলী হাওলাদার এর ছেলে। সে দুই সন্তানের জনক।

এ ঘটনায় নিহত আমিরুলের বড় ভাই নূরুল ইসলাম বাদি হয়ে ঘটনার পর দিন ২২ ফেব্রæয়ারী বুধবার ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরেুদ্ধে মামলা করেন। পুলিশ ঘটনার দিন রাতেই স্থানীয় চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েত (৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি (১৮), একই গ্রামের কুয়েত প্রবাসী মাহাবুবুর রহমানের ছেলে নিয়াজ মাহামুদ (১৭), রাজমিস্ত্রী ইউনুসের ছেলে মো. হোসাইন (১৭) কে গ্রেফতার করেছে। পরে আলিয়ার রহমান অলি (৪৫) কে ঢাকা থেকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে এজাহারভূক্ত এ পাঁচ আসামী জেল হাজতে রয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ হত্যান্ডে এজাহারভুক্ত পাঁচ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।

সর্বশেষ