১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মনপুরায় মহিষের মাথা কেটে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ভোলা প্রতিনিধি :: ভোলার মনপুরায় ২ টি মহিষ জবাই করে মাথা কেটে ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চর পাতালিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলো মহিষ দুটি।

উপজেলার বিভিন্ন চরে অনেক খোঁজা-খুঁজির পর মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৩ টায় চরপাতালিয়ার কেঁওড়া বন থেকে পতিত অবস্থায় মহিষের মাথা দুটি উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় গো-খাদ্যের জন্য উপজেলার বিভিন্ন চরে থাকা হাজার হাজার মহিষের মালিকরা আতঙ্কগ্রস্থ রয়েছেন।

নিখোঁজ মহিষের মালিক উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দ মোঃ ছাত্তার মাস্টার জানান, শনিবার দিবাগত রাত থেকে মহিষ দুটি নিখোঁজের খবর পাই বাথানিয়াদের (রাখাল) কাছ থেকে। তার পর থেকে বিভিন্ন চরে খোঁজা-খুঁজি করি আমরা। পরে চরের কাঠকুড়ানীদের কাছ থেকে খবর পেয়ে চর পাতালিয়ার কেওড়া বন থেকে পতিত অবস্থায় মাথা দুটি উদ্ধার করি। জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল জানান, বিষয়টি খুবই অমানবিক। বিভিন্ন সময়ে বহিরাগত চোর চক্র মনপুরার বিভিন্ন চর থেকে মহিষ চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আমরা খুবই আতঙ্কিত।

সর্বশেষ