২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদারীপুরে ডিবি পরিচয়ে অপহরণ, অতঃপর গ্রেফতার ৬

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার বিষয়টি নিশ্চত করেছেন।
সংবাদ সম্মেলনে মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে রাজৈর থানার টেকেরহাট বন্দর থেকে কাজল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে মারধর করে। এরপর তার স্বজনদের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। দিনদুপুরে জনাকীর্ণ এলাকায় এই অপহণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘটনাটি রাজৈর থানা পুলিশকে অবগত করে। পুলিশ তৎক্ষনাত অভিযান চালিয়ে অপহরণের অভিযোগে ৬জনকে গ্রেফতার করে। এই ঘটনায় মঙ্গলবার রাতেই রাজৈর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় গ্রেফতা দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করে।
পুলিশ সুপার আরও জানান, অপহরণকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান প্রমুখ।

সর্বশেষ