৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মির্জাগঞ্জে আতঙ্কে এলাকাবাসী, এক রাতে তিন বাসায় চুরি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মোঃ গোলাম সরোয়ার মনজু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার  মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালীতে এক রাতে তিন বাসায় চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ( ১১ এপ্রিল) গভীর রাতে সুবিদখালীর গার্লস স্কুল রোডে খাদিজা বেগম (মেরী)স্কুল শিক্ষিকা,  সাইফুল ইসলাম ও রুবেল মিয়ায় বাসায় এ চুরির ঘটনা ঘটে। সাইফুল ইসলাম এবং রুবেল মিয়া ঔষধ কোম্পানিতে কর্মরত।

চোর তাদের বাসা থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে  যায়। তখন বাসায় কোনো লোকজন ছিল না।

জানা যায়, ভুক্তভোগীরা ভাড়া নিয়ে ওখানে বসবাস করে। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলনা। ঈদ উপলক্ষে যার যার বাড়ীতে সকলে বেড়াতে  গিয়েছেন। সেই সুযোগে গভীর রাতে চোর চক্র ঘরের দরজার কড়া অত্যাধুনিক যন্ত্র দিয়ে কেটে ভিতরে ঢুকে খাদিজা বেগমের ঘর থেকে ১০ হাজার টাকা নিয়ে যায় , (এর আগেও খাদিজা বেগমের একই বাসা থেকে এক বছর আগে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ মোট ১৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়)। শহিদুল ইসলামের ঘর থেকে ৬০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার এবং রুবেল মিয়ার ঘর থেকে ৩০ হাজার টাকা ও ১২ আনা স্বর্ণালংকার নিয়ে যায়।ঘটনাস্থল থানায় কর্মরত এসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে পরিদর্শন করেন। সুবিদখালি গার্লস স্কুল রোডে প্রায়ই ঘটছে  চুরির ঘটনা। বিগত এক বছরে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০ থেকে ৪০ টি চুরির ঘটনা ঘটে।এ ব্যাপারে এলাকাবাসীর সাথে আলাপ করলে তারা বলেন আমরা চরম ভয়ে এবং আতংকের ভিতর দিন কাটাচ্ছি। তারা আরো বলেন এখনই যদি প্রশাসন সজাগ দৃষ্টি না রাখেন তাহলে সামনে আরো আমাদের কঠিন খেসারত দিতে হবে

সর্বশেষ