৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ জনের মৃত্যু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। যাদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ।

একই সময়ে ২৯ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮ জনের নমূনা পরীক্ষায় ৬৮ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩৬.১৭ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ছয় হাজার ৭০৭ রোগী। এদের মধ্যে দুই হাজার ৬৯ জনের করোনা পজিটিভ ছিল।

ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ২৫৮ জন। এদের মধ্যে পজিটিভ ছিল এক হাজার ৬৬৯ জন। এক হাজার ২৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৪১ জন।

সর্বশেষ