১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের সিমলায় ৭০ মিটার জায়গা আবারও নদীতে বিলীন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কদিনে অবিরাম বর্ষনের ফলে যমুনা নদী সহ আশপাশের নদ-নদীর পাণি ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে।
সেই সাথে নদীতে শৃস্ট ঘুর্নাবর্তের ফলে সিরাজগঞ্জে সংস্কারের মাত্র এক মাসের মাথায় আবারও ধসে গেছে সিমলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর ণির্মিত সেই স্পার বাঁধ।
বাঁধের প্রায় ৭০ মিটার অংশ প্রবল স্রোতের ফলে যমুনা নদীতে বিলীন হয়ে গেছে।
নদীর পাণিতে ব্যপক শ্রত ও ঘুর্নাবর্ত শৃস্টির ফলে নদীতীরবর্তী অনেক অনেক স্থানে ভাঙ্গন দেখাদেয়াতে
অত্রস্থানের প্রায় অর্ধশত বসতবাড়ি নদীতে বিলীনের আশঙ্কায় অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ফলে চরম ঝুঁকির মধ্যে পড়েছে বাঁধসংলগ্ন আরও কয়েকশ’ পরিবার। ভাঙ্গন আতঙ্কে বাড়িঘর দ্রুত অন্যত্র সরিয়ে নিচ্ছে ।

নদীতীরবর্তী স্থানে ধস অব্যাহত থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন নদী পাড়ের মানুষেরা।
নদীতে ধস ঠেকাতে পাণি উন্নয়ন বোর্ড (পাউবো)’র পক্ষথেকে ঠিকাদারের মাধ্যমে গতানুগতিক ভাবে বালি ভার্তি বস্তা (জিওব্যাগ) ফেলে ভাঙ্গন রোধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানাযায় ২০০০-২০০১ অর্থ বছরে ভাঙন রোধে শিমলা এলাকায় স্পার বাঁধটি নির্মাণ করা হয়।
এরপর ভাঙ্গনের ফলে কয়েকবার এই স্পার সংস্কারও করা হয়েছে।
এ বছরের ৩০ মে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে স্পার বাঁধের স্যাংক এড়িয়ায় (স্পারের মাটির অংশ)বেলমাউথ এর প্রায় ২১ মিটার ধসে গিয়েছিল। ভাঙ্গন কবলিত স্থানে বালি ভার্তিবস্তা (জিওব্যাগ) ফেলে সংস্কার করা হয় ।
সিরাজগঞ্জ পাণি উন্নয়ন বোর্ড (পাউবো)এর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে স্পারের ক্ষতিগ্রস্তস্থান এলাকা সংস্কারে জরুরি প্রতিরক্ষার কাজ চলছে এবং আগামী শুস্ক মৌশুমে মূল প্রতিরক্ষা কাজ সহ বাঁধটি পুনরায় জোড়া লাগানোর চেষ্টাকরা হবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জের হার্ডপয়েন্টে ৪ সেন্টিমিটার বৃদ্ধিপেয়ে বিপদ সীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পাণি ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগাম পানি কমার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

সর্বশেষ