২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪ ঘণ্টায় বরিশালে ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমানের প্রভাবে বরিশালে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বরিশালে মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিপাতের কারণে নগরীর বেশিরভাগ সড়কেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে বৃষ্টিপাতের কারণে নগরীর বগুড়া রোড, আগরপুর রোড, সদর রোড, পলাশপুর, কলেজ এভিনিউ, বটতলা, ভাটিখানা সহ বিভিন্ন এলাকার মূল সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হয়। জলাবদ্ধতার শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছে নগরবাসী। ড্রেনগুলো পরিষ্কার রাখার দাবী জানান তারা। টানা বৃষ্টির কারণে রাস্তা ঘাটও অনেক ফাঁকা ছিলো। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মোঃ. আনিসুর রহমান জানান, বরিশালে আনুপাতিক হারে বৃষ্টিপাত বেশি হলেও বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। সমুদ্র বন্দরে তিন নম্বর ও নদী বন্দরে এক নম্বর সংকেত রয়েছে। বৃষ্টিপাত আরও কিছুদিন থাকতে পারে।

সর্বশেষ