ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে এসইপি প্রজেক্টের কর্মকর্তাদের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সাসটেইনেবল এন্টার প্রাইজ প্রজেক্ট (এসইপি) এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা রবিবার এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ মন্ডল। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ শাহিন মাহমুদ। আরো বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, জিজেইউএস এর পরিচালক কর্মসুচি হুমায়ুন কবীর, মোঃ জাকির হোসেন, পরিচালক (মাইক্রোফিন) মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক জিজেইউএস। এ সময় আরও উপস্থিত ছিলেন এসইপি প্রকল্প সমন্বয়ক, প্রকল্প ব্যাবস্থাপক, অন্যান্য কর্মকর্তা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ।
সেমিনারে জানানো হয় প্রাণি সম্পদ দপ্তর গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মহিষ উন্নয়ন প্রকল্পের বিষয়ে সব ধরনের সহোযোগিতা করবে। একে অপরের সহযোগি হিসেবে কাজ করে দ্বীপজেলার চরাঞ্চলের মহিষের উন্নয়নে একটি মডেল গড়বে।