৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

হানিফ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত-১ আহত-২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সোহেল, বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই দিনের ব্যবধানে বাসের চাকায় পিষ্ঠ হয়ে দুজন নিহত হয়েছে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ মে শুক্রবার সকালে ঢাকা থেকে পাথরঘাটাগামী হানিফ পরিবহনের একটি বাস চরখালী- মঠবাড়িয়া সড়কের মুসুল্লীবাড়ি রাঙ্গাপোল নামক স্থানে এলে সড়কের উপর একটি গরুকে সাইড দিতে গিয়ে মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায়। এ সময় হানিফ পরিবহনের পিছনে থাকা মোটর সাইকেলটি ওভারটেক করতে গিয়ে ওই মাহেন্দ্রার সাথে ধাক্কা খেয়ে হানিফ পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হারুন শেখ মারা যান। এ সময়ে মোটরসাইকেল চালক নিহত হারুন শেখের ছেলে আহসান ও নাতী লিমন গুরুতর আহত হয়েছেন।

নিহত হারুন শেখ পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালতের অফিস সহায়ক ও পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত্যু গফুর শেখের ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান , বাসটি জব্দ করা হয়েছে এবং চালক মাছুম এবং হেলপার নুরুকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

এদিকে গত ১৮ মে’ বুধবার সকাল দশটার দিকে গুদিঘাটা বাজার সন্নিকটে মোল্লা বাড়ির সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি গাড়ির নিচে চাপা পড়ে মোঃ মিলন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সর্বশেষ