২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলীতে পাওনা টাকা চাওয়ায় পিতা-পুত্রকে পিটিয়ে জখম !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে দোকান ভাড়ার ৮ মাসের বকেয়া টাকা চাওয়ায় দোকান মালিক ও তার ছেলেকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে ভারাটিয়া সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় বগীর রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। আহতরা হলো ওই থানার ৯নং ওয়ার্ড দক্ষিণ গেন্ডামারা গ্রামের বাসিন্দা আমির হোসেন (৬০) ও তার ছেলে ইলিয়াস জোমাদ্দার (২৫)। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতের সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর পূর্বে ওই এলাকায় আমির হোসেন জমি কিনে বাড়ি নির্মাণ করে। বাড়ির সামনে তার দুইটি দোকান রয়েছে। একটি দোকান ওই এলাকার সৈয়দ আলী হাওলাদারের ছেলে কবিরের কাছে ভাড়া দেয়। কয়েক মাস ভাড়ার টাকা পরিশোধ করলেও প্রায় নয় মাস যাবত প্রতি মাসের টাকা পরিশোধ করে না। দোকান ভাড়ার টাকা চাইলে আজ না কাল বলে টালবাহানা শুরু করে ও গত নির্বাচনে তাদের বিএনপির সমর্থিত মেম্বার প্রার্থীকে সাপোর্ট না করায় দোকান ভাড়া না দেয়ার পায়তারা চালায়। ঘটনার দিন তার কাছে দোকান ভাড়ার টাকা চাইতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে জামাল, কবির, দুলাল, রিয়াজ নুরে আলম সহ অজ্ঞাত তিন-চারজন সন্ত্রাসীরা আমির হোসেন এর উপরে হামলা চালায়। এসময় তার চিৎকার শুনে ছেলে ইলিয়াস ছুটে আসলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়।এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ