২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে তাকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী:  বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম- বিপিএম (বার)।সভার শুরুতেই পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-বিপিএম (বার), পিপিএম এর পক্ষ থেকে পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম-বার শিক্ষা ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জন করায় পুলিশ পরিবারের সন্তানদের মেধা বৃত্তি প্রদান করেন। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

পরবর্তীতে সভার পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম- বিপিএম (বার)বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোন সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কোন আচরণ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।

এর আগে কল্যাণ সভার শুরুতেই সভাপতি বিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নি:) মোঃ আব্দুল কুদ্দুস মৃধাকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) রুনা লায়লার সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা-বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)এস এম তানভীর আরাফাত-পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

সর্বশেষ