২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল বাণী পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টার:

বরিশাল থেকে প্রকাশিত দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল বাণী’ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল শনিবার বিকেল ৪টায় নগরীর অভিজাত রেস্তোরা ‘কাচ্চি খানা’য় এই অনুষ্ঠানে বরিশাল বাণী’র বিভিন্ন জেলা-উপজেলা প্রতিনিধিবৃন্দ, ডেস্কের রিপোর্টারবৃন্দ, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। তাছাড়া সম্প্রতি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত বরিশাল বাণীর উপ সম্পাদক মাসুদ রানার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় মাসুদ রানার স্মৃতিচারণ করে বক্তব্য দিতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বাগত বক্তব্য প্রদান করেন দেশের প্রখ্যাত কবি সাংবাদিক ও মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স’র এএমডি মোহাম্মদ এমরান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শেবামেক এর সহযোগী অধ্যাপক (অবঃ) ডা. এস.এম ইকবালুর রহমান সেলিম, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন’র সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,  বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী, জনপ্রিয় কবি আবদুল গফ্ফার খান (ইউপি চেয়ারম্যান), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ইমাদুল হক প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শহীদুল ইসলাম শহিদ, টুটুল চৌধুরী, বরিশাল বাণীর উপদেষ্টা সম্পাদক মোঃ হারুন অর রশিদ, শিক্ষাবিদ আবদুর রহিম সরদার, বিশিষ্ট সমাজ সেবক আলী আহম্মদ খান,

বিসিসির ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজিবর রহমান,  বরিশাল জেলা কৃষকদলের আহবায়ক মহসিন আলম প্রমূখ  উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।  সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার এ.বি.এম ছিদ্দিকুর রহমান খান এবং লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বাণী’র সম্পাদক-প্রকাশক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম রাজু। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বাণী’র নির্বাহী সম্পাদক আমিনুল শাহীন, যুগ্ম সম্পাদক ফয়ছাল খান, মহিউদ্দিন মিলন,

উপ সম্পাদক জাকিরুল আহসান, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ সরদার, সাহিত্য সম্পাদক এ.আর হিমু, সহ সম্পাদক শহিদুল ইসলাম ফয়েজ, প্রধান বার্তা সম্পাদক শহিদুল্লাহ সুমন, যুগ্ম বার্তা সম্পাদক সাব্বির আহমেদ অন্তর,

আবদুল্লাহ আল মামুন, সহঃ বার্তা সম্পাদক খলিফা মাইনুল, খান ফিরোজ, কবি শিবলু মোল্লা, জাকির হোসেন,  রহিম রেজা, নোমান ডাকুয়া, নাজমুল হক মুন্না, জুয়েল খান, মোঃ জাকির হোসেন, মনিরুজ্জামন রুবেল, মাহফুজ লুমেন, তারিকুল ইসলাম সিনা, দৈনিক দক্ষিণাঞ্চল’র প্রধান বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।

 

সর্বশেষ