১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য ক্যাডারদের পদোন্নতির জন্য নতুন পদ্ধতি শুরু

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির জন্য অন্যান্য ক্যাডারের মতো আবেদনপত্র গ্রহণ করা হবে না। মেধা ও যোগ্যতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি পেয়ে যাবেন তারা।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে,
‘অন্যান্য ক্যাডারের মতো স্বাস্থ্য ক্যাডার সার্ভিসের পরবর্তী পদোন্নতির জন্য আবেদনপত্র গ্রহণ করা হবে না। কর্মকর্তাদের এইচআরএম হালনাগাদপূর্বক বিসিএস ব্যাচ, মেধাক্রম ও অন্যান্য যোগ্যতা অনুসারে স্বয়ংক্রিভাবে এইচআরআইএস এর মাধ্যমে যথা সময়ে অধিদপ্তর বা মন্ত্রণালয় কর্তৃক তালিকা প্রস্তুত করা হবে। তারা নিজ নিজ এইচআরআইএস আইডিতে প্রবেশ করে ‘Desired Post for Next Promotion’ বাটনে ক্লিক করে পরবর্তী যে পদে প্রমোশন প্রয়োজন, তা উল্লেখপূর্বক পদোন্নতির বিষয়ে আগ্রহ ব্যক্ত করতে পারবেন।’
‘নোটিসে কর্মকর্তাদের নিজ নিজ এইচআরআইএস হালনাগাদ রাখা নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির নিমিত্তে DGHS এর নীড় পাতায় প্রকাশিত ‘অনলাইন আবেদন ও এইচআরআইএস আপডেটের নির্দেশিকা’ ভালোভাবে পড়ে সঠিকভাবে এইচআরআইএস আপডেটের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।’

সর্বশেষ