১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
এসএমসি প্লাসের সব ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ পুলিশ বক্সে আ*গুন দিল অটোরিকশাচালকরা তালতলীতে এক চেয়ারম্যান প্রার্থীসহ দুই ভাইস চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাহার পিরোজপুরে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর পর গ্রেপ্তার আমাদের দায়িত্ব নিরাপত্তা দেওয়া, ভোটার আনবে প্রার্থীরা : বরগুনায় ইসি হাবিব বরিশালে বিশ্বনবী (সাঃ)কে কটুক্তি করায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জালে ধরা পড়লো ২১ কেজির ভোল মাছ, সাড়ে ৩ লাখে বিক্রি রাখাল ছেলে ---সৈয়দুল ইসলাম কলাপাড়ায় সড়কে দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের এবার নির্মাণাধিন ভবন থেকে চাঁদাবাজি রোধ করতে বিএমপির নতুন উদ্যোগ

উজিরপুরে ইউপি সদস্য মোজাম্মেল’র বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক–

উজিরপুরে সরকারি ঘর বিতরণে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগকারী উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। রবিবার (১৬ আগস্ট) গুঠিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন দোসতিনা গ্রামের ছত্তার খা’র স্ত্রী বেগম।
অভিযোগ সূত্রে জানাযায়, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো: মোজাম্মেল সরদার হত দরিদ্র বেগমকে ঘর দেয়ার বিনিময়ে নগদ ৫০ হাজার গ্রহণ করেছে। বেগম ব্র্যাক এনজিও হতে ঋণ নিয়ে ইউপি সদস্যকে উক্ত ৫০হাজার টাকা প্রদান করেন।

এ ব্যাপারে বেগম জানায়,‘ আমাকে সরকারি বরাদ্ধের ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্য মোজাম্মেল ৭৫ হাজার টাকা দাবী করে। অনেক অনুরোধের পরে তিনি ৫০ হাজার টাকায় আমাকে ঘর দিতে রাজি হয়। এবং ৩ দিনের মধ্যে উক্ত টাকা পরিশোধের সময় বেধে দেয়।’

বেগম আরো জানায়,‘কাজ কর্ম না থাকায় ভিক্ষা করে ব্র্যাক এনজিও’র ঋণের টাকা পরিশোধ করি।’
এ ব্যাপারে গুঠিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাসু দেব জানান, ‘ইউপি সদস্যের বিরুদ্ধে একজন লিখিত অভিযোগ দায়ের করেছেন।’

সর্বশেষ