২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাউফলে ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার, নজর নেই কর্তৃপক্ষের !

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া জোড়াপুলের পূর্ব পার্শ্বে আলগী নদীর উপর মদনপুরা ও নাজিরপুর ইউনিয়নের সংযোগকারী আয়রন সেতুটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হলেও সেতুটি মেরামত কিংবা পূণনির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষ উদাসীন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিরপুর ও মদনপুরা ইউনিয়নের সংযোগ স্থাপনকারী সেতুটি প্রায় দেড় বছর আগে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা কোন জনপ্রতিনিধি সেতুটি মেরামতের উদ্যোগ নেয়নি। বর্তমানে সাধারণ মানুষ মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে প্রতিনিয়ত ওই সেতু পারাপার হচ্ছে। আবদুর রহমান নামের ষাটোর্ধ্ব এক ব্যাক্তি বলেন, সেতুটি পারাপারের ক্ষেত্রে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধরা মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বলেন, সেতুটি পূণঃনির্মাণের বিষয়ে একাধিকবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপণ করা হয়েছে। খুব শিগগিরই সেতুটি পূণঃনির্মাণ করা হবে।

সর্বশেষ