৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রিজ ভেঙ্গে ৭ গ্রামের ১৫ হাজার লোকের চলাচল বন্ধ!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে একটি আয়রণ ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাতে আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুর গ্রামে হাজি বাড়ির সামনের নির্মিত আয়রণ ব্রিজটি ভেঙ্গে ২ ইউনিয়নের ৭ গ্রামের ১৫ হাজার লোকের চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গাজীপুর নদীতে হাজি বাড়ী সংলগ্ন স্থানে আয়রণ ব্রিজ নির্মাণ করে। নির্মাণের ১২ বছরের মাথায় ব্রিজটির মাঝখানের অংশ ভেঙ্গে নদীতে পড়ে। এ ব্রিজটি দিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী, মধ্য সোনাখালী, উত্তর সোনাখালী, ইউনিয়ন পরিষদ, সোনাখালী স্কুল এন্ড কলেজ, উত্তর গাজীপুর এবং কুকুয়া ইউনিয়নের কুকুয়া হাট এলাকার প্রায় ১৫ হাজার মানুষ উপজেলা সদরের সাথে চলাচল করে থাকে।

আজ (মঙ্গলবার) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই আয়রণ ব্রিজটির মধ্যের অংশ ভেঙ্গে নদীতে পড়ে জোয়ারের পানিতে ভাঙ্গা অংশ তলিয়ে রয়েছে। ব্রিজটি দিয়ে মানুষজন পারাপার হতে পারছেনা।

উত্তর গাজীপুর গ্রামের বাসিন্ধা শিক্ষক আবু সালেহ বলেন, বলেন, এ ব্রিজটি ভেঙ্গে পড়ায় দুই ইউনিয়নের ৭টি গ্রামের প্রায় ১৫ হাজার লোকের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উপজেলা প্রকৌশলী মোঃ আল মামুন বলেন, আজ দুপুরে আয়রণ ব্রিজটি ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। বিষয়টি যথাযত কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ভাঙ্গা ব্রিজ এলাকা পরিদর্শন করে মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ