২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবি সিবলু মোল্লা’র “অভয়”

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“অভয়”
— সিবলু মোল্লা

শুধু মুখেতেই নয় ভালবাসি বাংলা,
থাকতে হবে অন্তরেতে আজ।
শাহাবুদ্দিন খান অভয় দিলেন,
পুলিশ-জনতা করো পরিপুরক হয়ে কাজ।

স্বাধীনতার ইস্তেহারের ,
প্রত্যাশা গুল সব।
প্রাপ্তিকে আজ গড়াতে হবে,
পুলিশ-জনতা এক হও উঠেছে কলরব।

অধরা সেই অন্তরায় আজ,
অধুনা হবেনা কেন ফাঁস।
কেমনে হবে মাদক জঙ্গির,
বাংলাতে আজ নাশ।

নয়ন বন্ড আর পানামা আজিম,
দেবনা হতে আর।
এসো জনতা-পুশিল মিলে,
হই দেশ গড়ার কারিগর।

আইনজীবী কেউ যেওনা গো,

ক্রিমিনালদের পক্ষে।
জননেত্রির অভিপ্রায়,
আমরা মাদক-জঙ্গি জিরোটলারেন্স এর লক্ষে।

সর্বশেষ