১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে নানা আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে নানা আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার (১১,অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা, কন্যা শিশুদের নাচ, গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো.ছিদ্দিকুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র হেড অফ প্রোগ্রাম নীলিমা ইয়াসমিন, রিসোর্স ডেভেলপ মেন্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো. এনামুলহক ও প্লানইন্টার ন্যাশনাল বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজার মো.আবুসালেহ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের কিশোরী ইসরাত জাহান এশা। অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে গার্লস টেক ওভার কর্মসূচির কন্যা শিশুরা অংশ নেয়। কন্যা শিশুরা যাতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে পারে সেলক্ষ্য নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজন করা।

সর্বশেষ